প্রকাশিত: Mon, May 1, 2023 4:07 PM
আপডেট: Sun, May 11, 2025 11:33 PM

যুক্তরাষ্ট্রের রীতি মেনে রাজা চার্লসের রাজ্যাভিষেকে থাকছেন না বাইডেন

জুবাইদা জেরিন: ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল একসময় বলেছিলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্রিটেনের লম্বা সময় ধরে বিশেষ সম্পর্ক রয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো মার্কিন প্রেসিডেন্ট ব্রিটেনের রাজ পরিবারের অভিষেক অনুষ্ঠানে অংশ নেননি। রাজা চার্লস তার অভিষেক অনুষ্ঠানে ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে যখন শপথ বাক্য পাঠ করবেন, তখন যুক্তরাজ্যসহ বিশ্বের অনেক দেশের রাষ্ট্রপ্রধানও উপস্থিত থাকবেন। কিন্তু এই বিশিষ্ট ব্যক্তিদের তালিকায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন থাকবেন না। বিবিসি

বিবিসিকে হোয়াইট হাউস জানিয়েছে যে, জো বাইডেন অভিষেক অনুষ্ঠানের নিমন্ত্রণ পেয়েছেন। কিন্ত তিনি নিজে না গিয়ে তার স্ত্রী ফার্স্ট লেডি জিল বাইডেন ও একজন কূটনৈতিক পাঠাবেন বলে রাজা চার্লসকে ফোনে জানিয়েছেন।

বাইডেন কেন অনুপস্থিত থাকবেন, সে বিষয়ে হোয়াইট হাউস কোনো ব্যাখ্যা দেয়নি। তারা বলেছে,  বাইডেন ভবিষ্যতে কোনো এক সময় যুক্তরাজ্যে গিয়ে রাজার সঙ্গে দেখা করার ইচ্ছা ব্যক্ত করেছেন। তবে বাইডেনের এই অনুপস্থিত থাকার খবর কিছুটা আলোড়নই তৈরি করেছে।

টেলিগ্রাফ পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে কনজারভেটিভ এমপি বব সিলি মন্তব্য করেছেন যে, জীবনে একবার হতে যাওয়া এই অনুষ্ঠানে অনুপস্থিত থাকার সিদ্ধান্ত নিয়ে বাইডেন কিছুটা অবহেলা করছেন বলেই মনে হচ্ছে। 

ডেইলি মেইল পত্রিকার সহ-সম্পাদক স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, বাইডেনের না আসার কারণ তার ‘পূর্ব পুরুষদের আইরিশ আভিজাত্যের অহংকার।

কিন্তু ইতিহাসবিদরা বলছেন যে, মার্কিন প্রেসিডেন্টের এই অনুষ্ঠানে না আসার পেছনে সেরকম রাজনৈতিক কারণ নেই। রাজ অভিষেক অনুষ্ঠানে আমেরিকার প্রেসিডেন্টের না যাওয়ার প্রথাটা আসলে তাদের শত বছরের ঐতিহ্য। সম্পাদনা: সালেহ্ বিপ্লব